ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

বিশ্বকাপ মিশন শেষে প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে আজ শক্রবার স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে। টিভি পর্দা ও অনলাইনে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচারিত হবে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা টিভিতে। এছাড়া অনলাইনে সনি লিভ অ্যাপ কিংবা র্যা বিটহোল এন্টেরটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

দেশের বাইরেও বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজ। ভারতের ক্রিকেটপ্রেমীরা ম্যাচগুলো সরাসরি দেখতে পারবে স্টার স্পোর্টসের পর্দায়। এছাড়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস ক্রিকেট ও স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও কানাডার অধিবাসীরা দেখতে পারবে ফক্স স্পোর্টস। আর দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্ট এবং কানাডায় এটিএন ক্রিকেট প্লাসে ম্যাচগুলো সরাসরি দেখানো হবে।

সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। ২৮ ও ৩১ জুলাই বসবে সিরিজের বাকি দুই ম্যাচ। তিনটি ম্যাচই দিবারাত্রির। 

চলুন দেখে নেওয়া যাক, আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, আকিলা ধনঞ্জয়া ও লাসিথ মালিঙ্গা।