এই প্রথম চঞ্চল-অপি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
চঞ্চল চৌধুরী ও অপি করিম। দুই তারকাই মিডিয়াতে নিয়মিত কাজ করছেন দুই দশকেরও বেশি সময় ধরে। মঞ্চ, টেলিভিশন, এমনকি চলচ্চিত্রেও দুজনের সমান পথ চলা। কিন্তু বিস্ময়ের কথা হচ্ছে- এই দীর্ঘ অভিনয় জীবনে একসঙ্গে একক নাটকে অভিনয় করা হয়নি তাদের। অবশেষে দুজনকে এক করলেন নির্মাতা সাগর জাহান।
চঞ্চল-অপিকে নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ক্ষণিকের আলোয়’। নাটকের গল্পে- অপি করিম চঞ্চল চৌধুরীর বন্ধুর প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন। ঘর পালানোর জন্য চঞ্চলদের ব্যাচেলর বাসায় ওঠেন অপি। ব্যাচেলর বাসায় নারী অতিথি আসায় চারদিকে কানাঘুষা চলতে থাকে। ঠিক তখনই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড!
২৩ জুলাই থেকে পুরান ঢাকায় নাটকটির শুটিং হয়। শেষ হয়েছে ২৫ জুলাই।
এ বিষয়ে নির্মাতা সাগর জাহান বলেন, ‘১৫ বছরের ক্যারিয়ারে অনেক কাজ করলেও এ দুজন তারকাকে নিয়ে একসঙ্গে কাজ করা হয়নি আমার। আবার তারাও একক নাটকে প্রথমবার কাজ করলেন এবারই। বিষয়টি বেশ মজার। দুজনকে একসঙ্গে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’
চঞ্চল চৌধুরী জানান, তাদের মধ্যে সম্পর্কটা বরাবরই বন্ধুত্বপূর্ণ। শুধু পছন্দসই চিত্রনাট্যের অভাবেই এতো দিন অপেক্ষা করতে হয়েছে।
এসএ/