ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বেধড়ক পেটাচ্ছে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার | আপডেট: ০৫:১৩ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

মাত্র ১০ রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়লেও একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের বোলারদের ওপর রীতিমত ব্যাটিং তাণ্ডব চালায় স্বাগতিক শ্রীলঙ্কা। তবে ১৫তম ওভারে মিরাজ করুনারত্নেকে তুলে নিলেও টাইগার বোলারদের বেধড়ক পেটাচ্ছে লঙ্কান দুই ব্যাটসম্যান। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৭০ রান। মারকুটে পেরেরা ৮৯ রানে এবং কুশল মেন্ডিস ব্যাট করছেন ২৭ রানে।

এর আগে ইনিংসের শুরুতেই লংকান ওপেনার অভিস্কা ফার্নান্দোকে ফেরান ৩২ মাস পর দলে ফেরা শফিউল ইসলাম। তবে ফার্নান্দোর বিদায় যেন শাপেবর হয় দলটির জন্য। উইকেটে নেমেই বেশ হাত খুলে ব্যাটিং করছেন কুশল পেরেরা। এরইমধ্যে অধিনায়ক দিমুথ কারুনারত্নেকে পিছনে ফেলে ফিফটি তুলে নিয়ে ছুটছেন সেঞ্চুরির লক্ষ্যে। এর আগে মাত্র ৩৮ বলে দশ চারে এসেছে পেরেরার হাফ সেঞ্চুরি। সেইসঙ্গে দলের স্কোরে এ দু’জনে যোগ করেন ৯৭ রান। 

তবে ১৫তম ওভারের শেষ বলে কারুনারত্নে মিরাজের শিকার হয়ে ফিরলে দলীয় ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

এদিকে প্রায় তিন বছর আগে শেষ বার বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন পেসার শফিউল ইসলাম। লম্বা সময় পর জাতীয় দলে ফিরে শুরুতেই টাইগারদের হয়ে লঙ্কান শিবিরে আঘাত হানেন তিনি। ওপেনার আভিস্কা ফের্নান্ডোকে ফিরিয়েছেন শফিউল। তার অফ স্টাম্পের বেশ বাইরে রাখা বলে জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়েছিলেন তিনি। তবে স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়েছেন এ ওপেনার। সাজঘরে ফেরার আগে ১৩ বলে ৭ রান করেছেন তিনি।

দলীয় ১০ রানে পড়েছে শ্রীলঙ্কার প্রথম উইকেট। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৩ রান। ৫ রানে ব্যাট করছেন কারুনারাত্নে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন মারকুটে উইকেটকীপার ব্যাটসম্যান কুশল পেরেরা।

এনএস/আরকে