ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

কুড়িগ্রামে বাসের ধাক্কায় দম্পতিসহ নিহত ৪

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার | আপডেট: ০৮:১৬ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী কলেজের পাশে মাদ্রাসা মোড়ে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত অটো আরোহী স্বামী-স্ত্রীসহ ৪ জন মারা গেছে। আহত হয়েছে আরও ২ জন। 

শুক্রবার দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদরের করিমের খামার জিগামারীর ঘাট এলাকার শুকুর আলীর পুত্র মোস্তফা (৩৫) ও তার স্ত্রী জ্যোৎস্না (২৮) এবং মোস্তফার নানী আমেনা ওরফে জোহরা বেওয়া (৭৫)। 

এছাড়া গুরুত্বর আহত অটো চালক মানিক মিয়াকে (৩৫) প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে মানিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে মানিকের মৃত্যু হয়। 

নিহত মানিক রাজারহাট উপজেলার দুধখাওয়া গ্রামের আবুল হোসেনের পুত্র। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাপাতালে এসে আহতদের খোঁজ-খবর নেন। 

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, নিহতরা কুড়িগ্রাম থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে আত্মীয়ের বাড়ি লালমনিরহাট জেলার বড়বাড়ী যাচ্ছিল। এসময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী (কুমিল্লা-জ ১১-০০১০) অর্পণ নামে মিনিবাসটি পিছন থেকে অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় অটো চালক মানিকের মৃত্যু হয়। এনিয়ে ৪জন নিহত এবং দুই জন আহত হয়। 
নিহত মোস্তফার একমাত্র কন্যা মিম (১৫) ও অপর আহত যাত্রী জাহেদুল ইসলাম (৪৫) কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মিম চলতি বছর এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে বলে স্বজনরা জানান।

এনএস/আরকে