ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

বন্দরের উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবেঃ নৌ-পরিবহন মন্ত্রী

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:২৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

চট্টগ্রাম বন্দর ডাকাত বা মাফিয়ার হাতে পড়েছে, এমন অভিযোগ এনে বন্দরের উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে নবনির্মিত ৬তলা হোস্টেল ভবন উদ্বোধন ও ১৬তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন হচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, বিশ্বের ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর আগে ৯৬তম স্থানে ছিল। বিগত ৮বছরে সে অবস্থান ২২ধাপ এগিয়ে এসেছে। এর আগে নবনির্মিত হোস্টেল শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।