ন্যাপের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার
ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৫৭ সালের ২৭ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে দু’দিনব্যাপী গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘটে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী, খান আবদুল গাফফার খান, মিয়া ইখতিয়ার উদ্দিন, অধ্যাপক মোজাফ্ফর আহমদ, দেওয়ান মাহবুব আলী, আতাউর রহমান, মাহমুদ আলী কাসুরি এবং হাছান নাছেরসহ পাকিস্তানের উভয় অংশের নেতাদের সমন্বয়ে দলটি গঠিত হয়।
দেশের রাজনীতির ইতিহাসের নানা অর্জনে ন্যাপের ভূমিকা অবিস্মরণীয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দলটি স্বাধীনতার পরও গণতন্ত্র প্রতিষ্ঠা ও সমাজতন্ত্রের সংগ্রাম অব্যাহত রাখে। আশির দশকজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে এ দলের লড়াই ছিল আপসহীন। বর্তমানে বহুধাবিভক্ত হলেও মূল ধারার ন্যাপ নেতারা সাম্রাজ্যবাদবিরোধী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল আন্দোলনে অবদান রেখে চলেছেন।
দিবসটি উপলক্ষে ন্যাপ (মোজাফ্ফর) বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে, সকালে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেলে রাজধানীর মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনের শহীদ তাজুল মিলনায়তনে আলোচনা সভা।
এসএ/