ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ইবিতে ‘ক্যারিয়ার গাইডলাইন ’শীর্ষক সেমিনার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল অ্যালামানাই এসোসিয়েশনের আয়োজনে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

চাকরীর বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তোলা ও কার্যক্ষেত্রে নিজের যোগ্যতার সাক্ষর রাখার জন্য সেমিনারে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন বক্তরা।

এসময় সেমিনারে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ফলিত রসায়ন ও কেমিকৌশল অ্যালামানাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শরীফ মো. আল রেজার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম।

এছাড়া সেমিনারে আলোচক হিসেবে ছিলেন, এটলাস এক্সিলিয়া কোম্পানির ব্যাবসা উন্নয়ন ব্যাবস্থাপক আবু জাবার রিজভী, বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের সহকারী পরিচালক শাহজাহান কবীর, এএনএইচ জিসিএইচইএম এর সহকারী প্রকৌশল মাহমুদ হাসান রনি প্রমুখ।

এনএম/কেআই