ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সিরিজ সমতার লক্ষ্যে কাল মাঠে নামছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার বিদায়ের ম্যাচে শ্রীলংকার কাছে ৯১ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ থেকে ছিটকে পড়ার আশঙ্কায় রয়েছে বাংলাদেশ। সিরিজের  দ্বিতীয় ম্যাচে আগামীকাল রোববার মাঠে নামছে টাইগাররা। সিরিজ জয় ও টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তামিমদের। 

অপরদিকে, শ্রীলংকার লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করা।  রোববার শ্রীলংকার কলোম্বর প্রেমাদাসায় বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি । 

প্রথম ওয়ানডেতে অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ ও তামিম ইকবালের পরীক্ষামূলক ম্যাচে জয়ের আশা নিয়ে মাঠে নামলেও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে চরম ব্যর্থতার পরিচয় দেন তারা। 

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ছন্নছাড়া বোলিংকে কাজে লাগিয়ে ৩১৪ রানের বড় পুঁজি গড়ে লঙ্কানরা। ব্যাট হাতে ঝড়ো সেঞ্চুরি করেন কুশল পেরেরা। ৮২ বলে একদিনের ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৯৯ বলে ১১১ রানে সাজঘরে ফেরেন এ লঙ্কান ওপেনার। অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথুজের ৪৮ আর মেন্ডিসের ৪৩ রান শ্রীলংকার বড় স্কোরের পথে দারুন ভূমিকা রাখে। 

বাংলাদেশের পক্ষে প্রায় সাড়ে ৩ বছর পর ওয়ানডে খেলতে নামা শফিউল ইসলাম নিজের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেন। কিন্তু শেষ পর্যন্ত রানের গতি নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। ৬৮ রান দিয়ে নেন ৩ উইকেট। বাকিদের অবস্থা আরও নাজুক।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় টাইগাররা। ক্যারিয়ারের শেষ ম্যাচে খেলতে নামা মালিঙ্গার পরপর চারটি বল আটকাতে পারলেও, পঞ্চম বলে তামিমের স্ট্যাম্প ভাঙ্গেন এ ডানহাতি পেসার। তার শিকার হয়ে শূন্য রানে ফেরেন রঙিন পোষাকে প্রথম অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম ইকবাল। 

এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার, মোহাম্মাদ মিঠুন ও মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে মাত্র ৩৯ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। 

ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিক ও সাব্বির রহমান লড়াই চালিয়ে গেলেও, তা জয়ের জন্য যথেষ্ট ছিলনা। সিলভার স্পিন ঘুর্নিতে সাব্বিরের বিদায়ের পর মুশফিকও তারই পথে হাটেন। ফলে ম্যাচ হারা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৪১ দশমিক ৪ ওভারে ২২৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ মুশফিকুর রহিম ৬৭ ও সাব্বির রহমান ৬০ রান করেন। 

বিদায়ী ম্যাচেও দলের সেরা বোলার ছিলেন মালিঙ্গা। ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। তবে ম্যাচ সেরা হয়েছেন পেরেরা।

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের সময় এখনো শেষ হয়ে যায়নি। আমরা আশাবাদি, আমরা দলব্ধ হতে পারলে সিরিজে সমতা ফেরানো সম্ভব। 

নিজের পারফর্মেন্সের উপর খুশি নন জানিয়ে তামিম বলেন, এখনো দুটি ম্যাচ বাকি। আমাদের সামনে এখনো দারুন সুযোগ আছে। আমাদের ১৫ জনের দল। যাদের অনেকেই অনেক অভিজ্ঞ। তাদের সামর্থ্য আছে। সবাই দায়িত্ব নিয়ে খেললে পরবর্তী ম্যাচে জয় পাওয়া সম্ভব বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। 

আই/আরকে