ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

চা উৎপাদনে সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদন প্রায় ৬ কোটি কেজি বাড়বে

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৪ এএম, ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

চা উৎপাদনে নতুন রেকর্ডের আশা, সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদন প্রায় ৬ কোটি কেজি, বাড়বে রফতানি আয়। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে চায়ের উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যেতে পরে। গত মৌসুমে ৬ কোটি ৭০ লাখ চা উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমের সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদন ৫ কোটি ৮০ লাখ কেজি ছাড়িয়ে গেছে। এতে রফতানি আরো বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রায় সবার কাছেই জনপ্রিয় পানীয় চা। বাড়ছে চাহিদাও। আর সেই বাড়তি চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে বাগান মালিকরা। চলতি মৌসুমের প্রথম ৯ মাসে চা উৎপাদিত হয়েছে গত মৌসুমের একই সময়ে চেয়ে ১ কোটি ৪০ লাখ কেজি বেশি। ডিসেম্বর নাগাদ তা ৮কোটি কেজি হবে বলে আশা করছেন বিশেজ্ঞরা। উৎপাদনের এই ধারা ধরে রাখতে চা বোর্ডের মনিটরিং প্রয়োজন বলে মনে করছেন বাগান মালিকরা। চায়ের আশাব্যঞ্জক উৎপাদনে হাসি ফুটেছে শ্রমিকদের মুখেও।