ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

ক্যান্সারের চিকিৎসায় সেবার মান নিয়ে অভিযোগ

প্রকাশিত : ১০:১০ এএম, ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:১০ এএম, ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

ক্যান্সারের চিকিৎসা এখন দেশেই হচ্ছে। সরকারি-বেসরকারি মিলিয়ে শতাধিক হাসপাতাল সেবা দিচ্ছে ক্যান্সার আক্রান্তদের। তবে সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে অনেকের। যাদের সামর্থ্য আছে তারা যাচ্ছেন বিদেশে। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসায় আস্থাহীনতা আর কাউন্সিলিংয়ের অভাবই এর জন্য দায়ী। সেই সাথে আরো দক্ষ-জনবল তৈরি আর জনসচেতনতায় উদ্যোগী হবার পরামর্শও তাদের। ক্যান্সার এখনও মরণব্যাধি হিসেবেই বেশি পরিচিতি। আর সেকারণেই আক্রান্ত রোগির স্বজনরা হয়ে পড়েন দিশেহারা। দেশে চিকিৎসার জন্য অধিকাংশ রোগিই আসেন জাতীয় ক্যান্সার গবেষণা কেন্দ্র ও হাসপাতালে। কিন্তু এই বিশেষায়িত হাসপাতালটির সেবার মান নিয়ে অন্তহীন অভিযোগ রোগির স্বজনদের। অভিযোগ স্বীকার করে নিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। জানালেন সীমাবদ্ধতার কথা। অনেকেই উন্নত চিকিৎসার আশায় যান বিদেশে। কিন্তু সেখানেও  নানান ঝঁক্কি-ঝামেলা। সারাবিশ্বে একই পদ্ধিতিতে হয় ক্যান্সার চিকিৎসা, আধুনিক প্রযুক্তির প্রায় সবই এখন রয়েছে বাংলাদেশে, এমন দাবি বিশেষজ্ঞদের। দেশে ক্যান্সার চিকিৎসা সেবা, আস্থাহীনতা কাটিয়ে উঠবে- এমনটাই প্রত্যাশা তাদের।