রাজধানীতে ডেঙ্গুতে ৯ বছরের শিশুর মুত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৮ জুলাই ২০১৯ রবিবার
রাজধানীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জারিফা জাহান (১৩) নামের ৯ বছরের এক শিশু মারা গেছে। আজ রোববার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টায় তার মৃত্যু হয়।
জানা গেছে, ডেঙ্গুতে মারা যাওয়া জারিফা ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে টানা পাঁচদিন চিকিৎসাধীন ছিলেন।
জারিফার মামা সুমন গণমাধ্যমকে জানান, ‘গত বুধবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে জারিফাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সে মারা যায়।’
জারিফার বাবাব নাম জলিল আহমদ, মা রেহানা আক্তার। শিশুটি লিটল অ্যাঞ্জেল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তো।
এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা ৩৭ জনে দাঁড়ালো। যদিও সরকারি হিসেবে ৮ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।
এদিকে রোগীদের উপচে পড়া ভিড়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৮৩ জন। চলতি বছরে (১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫২৮ জন। যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। আর চলতি মাসে (২৭ জুলাই পর্যন্ত) আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৮৪ জন।
আই/