ধলেশ্বরী নদীতে নিখোঁজ তিন ছাত্রের লাশ উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২৮ জুলাই ২০১৯ রবিবার
সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ধানমন্ডি আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার নিখোঁজ হওয়ার দ্বিতীয় দিনে প্রথমে সকাল ১১টার দিকে ঘটনাস্থলের ১ কিলোমিটার দূরে পাগলার মোড় এলাকার আকাশের (১৮) মৃতদেহটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে আকাশের স্বজন, প্রতিবেশি ও সহপাঠিরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তাদের কান্না এবং আহাজারিতে ভারি হয়ে উঠে চারপাশ। পরে নিহতের মরদেহটি নিয়ে যাওয়া হয় ব্যাংক টাউন জামে মসজিদ প্রাঙ্গণে। মরদেহ এক নজর দেখতে শত শত লোকজন বাইরে অপেক্ষায় থাকে।
আকাশের মৃতদেহটি তার নিজ বাড়ি ১২ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসায় নিয়ে যাওয়া হলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজন ও প্রতিবেশিরা। এ সময় নিহতের লাশটি এক নজর দেখতে আসা আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থী ও আকাশের বন্ধু-বান্ধবীরাও অঝোরে কাঁদতে থাকে। পরে নিহতের মরদেহটি ব্যাংকটাউন মসজিদে জানাযা শেষে দাফন করা হয়।
এসময় সেখানে উপস্থিত মেহেদি হাসানের বাবা মো.জাফর, চাচা, দুলাভাই, ও বড়ভাইসহ চাচাতো ভাইয়েরা লাশটি দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।
এঘটনায় বিরতিহীনভাবে অপর শিক্ষার্থী রাজনের মৃতদেহটির খুঁজে উদ্ধার তৎপরতা চলতে থাকে। পরবর্তীতে দুপুর তিনটার দিকে কোন্ডা এলাকায় ভেসে উঠে নিখোঁজ শিক্ষার্থী রাজনের মৃতদেহ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা তার মৃতদেহটি উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, শনিবার সকালে নদীর পশ্চিম ব্যাংক টাউন এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ তিন ছাত্রের সন্ধানে ঘটনার পর পরই ডুবুরী দলের সদস্য নিয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈরী আবহাওয়া ও প্রবল স্রোতের কারণে অভিযান বন্ধ রেখে রোববার সকাল থেকে পুনরায় শুরু করা হয় দ্বিতীয় দিন উদ্ধার অভিযান। এ সময় উজান থেকে ভাটির দিকে খুঁজতে সকাল ১১টার দিকে প্রথমে কলেজ ছাত্র আকাশের মৃতদেহ উদ্ধার করি। পরবর্তীতে দুপুর ১২টায় মেহেদী হাসান এবং বিকেল ৩টায় কলেজ ছাত্র রাজনের লাশ উদ্ধার করা হয়। এসময় উদ্ধারকৃত মৃতদেহগুলো থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিখোঁজ কলেজ ছাত্রদের মরদেহ তিনটি উদ্ধার করে ফায়ার সাভিসের কর্মীরা আমাদের কাছে হস্তান্তর করেন। এ সময় নিহতের নাম পরিচয় নিয়ে তাদের স্বজনদের পরিচয় নিশ্চিত হই এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত নিহতের স্বজনদের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় নদীতে গোসল করতে নেমে তিন ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিখোঁজ হয়। এরা হলো, রাজধানীর শেরে বাংলা নগর থানার পশ্চিম কাফরুল তালতলা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে রাজন (১৯), রাজধানীর শ্যাওড়াপাড়া তালতলা পীরেরবাগ এলাকার মো. জাফরের ছেলে মেহেদি হাসান (১৮) এবং সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার আবু বক্কর তালুকদারের মেঝ ছেলে আকাশ (১৮)।
এছাড়া জিহাদ ও নাহিদ নামে আরও দুই ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তারা সবাই রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও টঙ্গি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থালে আসে। এছাড়া টঙ্গি থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দলও নদীতে ডুবে যাওয়া ছাত্রদের উদ্ধারে কাজ শুরু করেন। উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ ছাত্রদের মরদেহ তিনটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস।
কেআই/