ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

চুয়াডাঙ্গায় এক নারীসহ তিন ডেঙ্গু রোগী সনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২৮ জুলাই ২০১৯ রবিবার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি এক নারীসহ তিনজনকে ডেঙ্গু রোগী হিসেবে সনাক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বরে আক্রান্ত তিনজনের পরীক্ষা-নিরীক্ষা শেষে শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়।

ডেঙ্গু জ্বরে আক্রান্তরা হলেন,পৌর এলাকার সিনেমাহল পাড়ার আজিমুদ্দিনের স্ত্রী শিরিনা আক্তার (৫০), বাগানপাড়ার শের আলীর ছেলে আব্দুল মোহাইমেন (৩৮) ও মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে তারিক হাসান (২১)।

আক্রান্তদের স্বজনরা জানান, কয়েকদিন ধরেই তারা প্রচন্ড জ্বরে ভুগছিলেন। বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও জ্বর  কমেনি। পরে শনিবার রাতে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান, শনিবার প্রচন্ড জ্বরে নিয়ে এক নারীনহ তিনজন হাসপাতালে ভর্তি হন। তাদের রোগের আলামত দেখে সন্দেহ হলে পরীক্ষা-নিরীক্ষা করে হয়। পরীক্ষা শেষে তাদের ডেঙ্গু রোগী হিসেবে সনাক্ত করা হয়। ইতিমধ্যেই তাদের মশারির মধ্যে রেখে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে।

এনএম/কেআই