ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৩ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ১১:১২ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফুড ফেস্টিবালে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর এসেছে।

স্থানীয় সময় রোববার একজন বন্দুকধারী হামলা চালিয়েছে। স্যান জোসের দক্ষিণে তিনদিনব্যাপী গিলরয় গার্লিক ফেস্টিভ্যালের শেষদিনে ওই হামলার ঘটনা ঘটে। 

ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলে জানিয়েছেন স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কো।       
ইভেনি রেয়েস (১৩) নামে এক শিশু স্থানীয় স্যান জোস মারকারি নিউজকে বলেন, আমি প্রথমে ভেবেছিলাম আতশবাজির শব্দ। কিন্তু কিছুক্ষণ পর আমি একজনের পায়ে গুলির চিহ্ন দেখতে পাই।

সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, হামলা থেকে বাঁচতে মানুষজন অনুষ্ঠান ছেড়ে পালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার বিস্তারিত জানা যায়নি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ৫টি এ্যাম্বুলেন্স পৌঁছেছে।