ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৩ ১৪৩১

শেষকৃত্যানুষ্ঠানে বোকো হারামের হামলা, নিহত ৬৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

নাইজেরিয়ার বর্নো প্রদেশে শেষকৃত্যানুষ্ঠানে জঙ্গি গোষ্ঠি বোকো হারামের হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএস এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার হামলার এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, প্রাথমিক হামলায় ২১ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় আরও ৪৪ জনকে হত্যা করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেল ও ভ্যানে করে এসে অনুষ্ঠানস্থলে হামলা চালায় জঙ্গিরা। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয় ৬৫ জন। ওই এলাকায় বাড়িঘরও জ্বালিয়ে দেয় জঙ্গি গোষ্ঠি। 

স্থানীয় প্রশাসন জানায়, দুই সপ্তাহ আগে একই এলাকায় ১১ বোকো হারামের সদস্য নিহত হয়। এরই প্রতিশোধ নিতে জঙ্গিরা হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের ধরতে বিমান ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।    

উল্লেখ্য, গত এক দশকে সংঘর্ষে দেশটিতে ১০ হাজারেরও বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।