বাগেরহাটে মশক নিধন অভিযান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার
বাগেরহাট জেলা রোভার স্কাউটের পক্ষ থেকে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।সোমবার (২৯ জুলাই)দুপুরে এ মশক নিধন অভিযানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
অভিযানের অংশ হিসেবে শহরের পুরাতন কোর্ট চত্বর, সদর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস,শহররক্ষা বাধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের ড্রেন, রাস্তার আশপাশে থাকা ময়লা আবর্জনা ও ঝোপ-ঝাড়ে ফগার মেশিন দিয়ে মশা মারার স্প্রে করা হয়।
এসময় রোভার স্কাউট বাগেরহাট জেলা কমিশনার অধ্যাপক বুলবুল কবির,খুলনা অঞ্চলের সহকারি কমিশনার হায়দার আলী বাবু, জেলা সহকারি কমিশনার সাকির আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অভিযানের সময় জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ বিভিন্ন দোকান ও অফিসের পাশে থাকা ময়লা দোকান মালিক ও অফিসের লোকদের পরিস্কার করতে নির্দেশ দেন।
তিনি বলেন, বর্তমানে মশা মানুষের আতঙ্ক হিসেবে রুপ নিয়েছে। মশা থেকে বাঁচতে হলে আমাদেরকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হগবে। বংশ বিস্তাররোধে দোকান, বাসাবাড়ি, অফিসসহ বিভিন্ন স্থাপনার আশপাশ সবস ময় পরিস্কার রাখতে হবে। মশা যাতে জন্ম না নিতে পারে এ জন্য সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
কেআই/