ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

বিরোধী শক্তি এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ০৬:৪৮ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

দেশে একটি শ্রেণি বিভিন্ন উপায় অবলম্বন করে নানা ষড়যন্ত্র চালাচ্ছেন। কখনও জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুজব ছড়িয়ে দেশকে অশান্ত করার অপচেষ্টা করছে। আবার বিরোধী শক্তি ইসলামী মৌলবাদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার পর এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছেন। তাদের কোন ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

সোমবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকায় রুমি ফিস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বেশ কিছুদিন যাবত কিছু স্বার্থান্বেষী মহল গুজব ছাড়িয়ে মানুষ হত্যা করছিলো। তারা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলো।বর্তমানে এ অবস্থার উন্নতি হয়েছে। 

তিনি আরও বলেন, স্বার্থান্বেষী মহল চান না এদেশের উন্নয়ন হোক।কিন্তু আমরা চায় যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সেভাবেই দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানের সভাপতি ও সমবায়ী কৃষকের প্রতিষ্ঠান মিল্কভিটা লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেছেন,মিল্কভিটার দুধে সিসাসহ মানবদেহের জন্য ক্ষতিকর কোন উপদান পাওয়া যায়নি।
 

সাইন্সল্যাবের সর্বশেষ প্রতিবেদনে আজ বিষয়টি নিশ্চিত হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, যারা দুধ আমদানী ও বিপনন করেন তারা এ ব্যাপারে অপপ্রচার চালিয়েছেন।
 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাসিবুর রহমান স্বপন এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, 
এর আগে পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন।

কেআই/