গাজীপুরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার
রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ।গত কয়েকদিনে ৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র মতে,গাজীপুরে গত কয়েকদিনে মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
প্রতিদিনই রোগীদের ভিড় বাড়ছে এরই মধ্যে ৫১ জনকে চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে।২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।হাসপাতালের পক্ষ থেকে আক্রান্তদের বিনামূল্যে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেডিকেল অফিসার(আবাসিক) ডা. প্রণয় কুমার দাস বলেন,আক্রান্তদের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এব্যাপারে চিকিৎসক ও নার্সদের সব ধরণের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আই/কেআই