ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

সাঙ্গু নদীর ভাঙ্গনরোধে নির্মাণ করা হচ্ছে প্রতিরক্ষা বাঁধ

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:৪৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৬ শুক্রবার

সাঙ্গু নদীর ভাঙ্গনরোধে দুই তীরে নির্মাণ করা হচ্ছে প্রতিরক্ষা বাঁধ। ১৫৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় নদী ভাঙ্গন রোধে এই উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর ফলে ভাঙ্গন থেকে রক্ষা পাবে এই দুই উপজেলার কয়েক শ’ একর ফসলী জমি, নদী পাড়ের বাড়ি-ঘর। ২০১৮ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছেন কর্মকর্তারা। প্রতি বর্ষায় হিংস্র খরস্রোতা নদী। ভাঙ্গনে বিলীন হয় দুই উপজেলার ১০ ইউনিয়নের শত শত একর ফসলী জমি এবং বাড়ি ঘর। ভাঙ্গন রোধে এবার বাধঁ নির্মানের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে শুরু হয়েছে ব্লক নির্মান। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মান শেষ হলে সাঙ্গু তীরে কয়েক শ’ কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। বাধ নির্মান ছাড়াও আরো প্রকল্পের কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। বাধটি নির্মিত হলে ফসল উৎপাদন বাড়বে বলেও মনে করছেন স্থানীয়রা।