ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৩ ১৪৩১

আজগড়া স্পার বাঁধের ৫০ মিটার ধস, আতঙ্কে এলাকাবাসী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রক্ষাকবজ খ্যাত আজগড়া স্পার বাঁধের ৫০ মিটার হঠাৎ ধসে গেছে। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। ধস ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছে উন্নয়ন বোর্ড (পাউবো)।

দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস ও এলাকাবাসী জানায়, ২০০০ সালের দিকে প্রায় সাড়ে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১ কিলোমিটার বাঁধটিতে সোমবার(২৯ জুলাই) দুপুরের দিকে হঠাৎ ধস নামে।

বাঁধের স্যাংকের প্রায় শেষের দিকের উত্তর পাশের এই ধস ধীরে ধীরে বেড়ে ৫০ মিটারে গিয়ে দাঁড়ায়। এলাকাজুড়ে দেখা দেয় আতঙ্ক। খবর পেয়ে জেলা পাউবোর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভাঙ্গনের বিস্তৃতি ঠেকাতে দ্রুত কাজ শুরু করলে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ সম্ভব হয়।

স্থানীয়রা জানিয়েছেন, বাধটি ধ্বংসের পেছনে পাউবোর রক্ষণাবেক্ষণে উদাসীনতাই দায়ী। 

এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, আতঙ্কের কিছু নেই। পুরো স্থানটুকু পুনরায় সংস্কার করা হবে। 

আই/কেআই