ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ডেঙ্গু সচেতনতায় গাজীপুরে শোভাযাত্রা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:০৪ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রচারপত্র বিতরণ এবং ফগার মেশিনের মাধ্যমে এডিস মশা নিধনে ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।  

এর আগে সিটি মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সিটি মেয়র ছাড়াও জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, কলামিস্ট ও পরিবেশবিদ আবুল মকসুদ বক্তব্য রাখেন। এসব কর্মর্সচিতে পরিবেশবিদ, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেয়।

সিটি মেয়র তার বক্তব্যে, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিতে বলেন। বাসা বাড়ির আশেপাশে যাতে পানি জমে না থাকে, সেজন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এডিস মশা নিধনে ৫৭টি ওয়ার্ডে এক যোগে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে বলেও জানান মেয়র।