ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সফল নারী উদ্যোক্তা দিনাজপুরের আজমেরী কামাল মীম

নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৮ এএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০২:৫৪ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আজমেরী কামাল মীম নামে এক নারী উদ্যোক্তা এম এস ফিশারিজ এবং এগ্রো এন্ড ডেইরী ফার্ম প্রতিষ্ঠা করেন। এসব প্রতিষ্ঠানে এলাকার বেশ কিছু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
 
আজমেরী কামাল মীম জানান, তার ফার্মে বর্তমানে ২৭টি গাভী নিয়মিত দুধ দিচ্ছ। যা অত্র এলাকার দুধের চাহিদা পুরণ করছে। পাশাপাশি গরুর পরিত্যাক্ত খাবারে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। এই মাছ এলাকার চাহিদা পূরণ করে দেশের অন্যান্য অঞ্চলে ভালো লাভজনক দামে বিক্রয় হচ্ছে। 

তিনি আরও জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তার ফার্মে প্রায় ৩৫টি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। সেগুলো দেশীয় প্রযুক্তি ও দেশীয় খাদ্য ব্যবহার করে মোটা তাজাকরণ প্রক্রিয়াধীনে রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে যদি গরু বাংলাদেশে প্রবেশ না করে তবে তিনি ভালো লাভ পাবেন বলে আশা করছেন। 

ফার্মের পরিধি বৃদ্ধি করতে পারলে আরও কর্মসংস্থানের সৃষ্টি হতো বলে তিনি মনে করেন। আর এ জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা আশা করছেন আজমেরী কামাল মীম।

এএইচ/