ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উ. কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১ এএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

জাপান সাগরে আবারও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়ল দেশটি।  

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় বুধবার ভোরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছুঁড়া হয়। ৩০ কিলোমিটার উচ্চতায় প্রায় আড়াইশ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়ে ক্ষেপণাস্ত্র দুটি।  

গেল সপ্তাহে ছুঁড়া ক্ষেপণাস্ত্রের চেয়ে এ দুটি ভিন্ন মডেলের বলে জানান দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী। 

এদিকে উত্তর কোরিয়া বলছে, আগামী মাসে আয়োজিত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাব দিতেই এই পরীক্ষা।