ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

সাঁওতাল পল্লীর চরণ সরেন ও বিমল কিসকু পরিবারের কাছে ফিরলেন

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৬ শুক্রবার

পরিবারের কাছে ফিরলেন সাঁওতাল পল্লীর চরণ সরেন ও বিমল কিসকু। বৃহষ্পতিবার জামিন মঞ্জুরের পর আজ কারাগার থেকে ছাড়া পান তারা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার সময় পুলিশ তাদের গ্রেফতার করে হেফাজতে নিয়েছিল। এদিকে, সাঁওতালদের উপর হামলার ঘটনায় আরো ৩ জনকে আটক করেছে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় পুলিশি হেফাজতে নেয়ার ১১ দিন পর জামিন মেলে ২ সাঁওতাল আদিবাসী বিমল কিসকু ও চরন সরেনের। শুক্রবার সকালে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তাদের গ্রহণ করেন পরিবারের সদস্যরা। কারামুক্ত হলেও এখনো যন্ত্রণায় কাতরাচ্ছেন গুরুতর আহত এ দুজন। আইনজীবী জানান, বিমল ও চরনের উন্নত চিকিৎসা দরকার। । সাঁওতাল পল্লীতে হামলা, ভাংচুর-লুটপাটের ঘটনায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে আরো ৩ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট ৮ জন আটক হলো। দকে, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক। <ংঃৎড়হম>