বাংলাদেশ দলে দুই পরিবর্তন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
কলম্বোতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে প্রেমাদাস স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
বিশ্বকাপ থেকেই সময়টা ভাল যাচ্ছে না বাংলাদেশের। শ্রীলংকা সফরেও একই ধারা। প্রথম দুই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে টাইগাররা। কিন্তু সিরিজ হাতছাড়া করলেও শেষ ম্যাচে সান্তনার জয় চায় তামিমর। তাই শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।
চোটের কারণে আজ খেলছেন না মোস্তাফিজুর রহমান। তার পাশাপাশি মোসাদ্দেক হোসেনকেও রাখা হয়নি দলে। এই দুজনের জায়গায় দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন ও টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক।
এনামুল প্রায় এক বছর পর ফিরলেন জাতীয় দলে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক, মেহেদী হাসান, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।