ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

শুরুতেই শফিউলের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

শ্রীলঙ্কান শিবিরে শুরুতেই আঘাত হেনেছেন শফিউল ইসলাম। ফিরিয়েছেন দারুণ ছন্দে থাকা আভিস্কা ফের্নান্ডোকে। শফিউলের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েছেন এ ওপেনার। লাইন মিস করলে প্যাডে লাগে বল। আউট দিতে কালক্ষেপণ করেননি আম্পায়ার। রিভিউও নেননি ফের্নান্ডো। ১৪ বলে ৬ রান করেছেন এ ওপেনার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৮.৪ ওভারে ২৯ রান। এর আগে কলম্বোতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময় ৩টা থেকে প্রেমাদাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

যদিও এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ সিরিজে ২-০তে জয় নিশ্চিত করেছে স্বাগতিক লঙ্কানরা। এবার হোয়াইটওয়াশের অপেক্ষায় রয়েছে তারা। তবে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে তামিম-মুশফিকরা। সিরিজ হাত ছাড়া হলেও হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই খেলছে তারা।

এদিকে অনুশীলনে চোট পাওয়ায় মোস্তাফিজ এই ম্যাচে নেই। একাদশ থেকে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেন। তাদের জায়গায় এসেছেন রুবেল হোসেন এবং এনামুল হক বিজয়।

অপরদিকে, এ ম্যাচ দিয়ে নিজের ১৮৪তম ম্যাচ খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ১৮৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রান করেছেন ৩৯৮৫। আর ১৫ রান করলেই চার হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। তামিম, সাকিব ও মুশফিকের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে চার হাজারের রানের এ কীর্তি গড়বেন সাইলেন্ট কিলার। মাইলফলকে সামনে আছেন অধিনায়ক তামিম ইকবালও। আর ১১০ রান করতে পারলে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজারী ক্লাবে যোগ দিবেন তিনি।

বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম এবং রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ :
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, শিহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনাঞ্জয়া, কাসুন রাজিথা এবং লাহিরু কুমারা।

এসএ/