সন্দ্বীপে ফলদ বৃক্ষ মেলায় চারা বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
'পরিকল্পিত ফল চাষ,যোগাবে পুষ্টিসন্মত খাবার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে 'ফলদ বৃক্ষ মেলা-২০১৯' এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।এই উপলক্ষে বুধবার সন্দ্বীপে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো.নুরুল হুদা'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন,'বাড়ীর আঙ্গিনা ফলদ গাছ রোপন করে ফরমালিনমুক্ত পুষ্টি খাবার গ্রহণের পাশাপাশি পরিবেশ রক্ষায় সকলকে ভূমিকা রাখতে হবে'।
সভায় স্বাগত বক্তব্য কৃষি সম্প্রারণ কর্মকর্তা আব্দুর রউফ। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন, স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফজলুল করিম,মৎস্য কর্মকর্তা এমদাদুল হক,উপজেলা শিক্ষা অফিসার মাইন উদ্দিন প্রমূখ।পরে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়।
কেআই/