শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫২ এএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিট থেকে নাব্যতা সংকটের কারণে নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।
অন্যদিকে, ডুবো চরে আটকে পড়া একটি ফেরি দীর্ঘ ৭ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয়েছে। বিআইডাব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার একেএম শাহজাহান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আসন্ন ঈদে এ নৌরুটে বিপর্যয়ে পড়ে যাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। পদ্মায় পলি পড়ে নাব্য সংকটের কারণে ফেরিগুলো চলতে পারছে না বলে জানান, একেএম শাহজাহান খান। বলেন, ফেরি চলাচলের জন্য পর্যাপ্ত গভীরতা নেই নৌরুটে। লৌহজং টার্নিং পয়েন্টের মুখে নাব্যতা সংকটের কারণে ফেরিগুলো ডুবো চরে আটকে যাচ্ছে।
লৌহজং টার্নিং পয়েন্টের ভাটিতে গতবারের বিকল্প চ্যানেলটি ড্রেজিং শেষে আজ বৃহস্পতিবার খুলে দেয়ার কথা। এটি খুলে দিলে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল করে দেখা হবে। তবে এ নৌরুটে ফেরি চলাচল পুনরায় হলে পূর্বে থেকে ফেরি পারাপারে বেশি সময় লাগবে।