ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১

বন্যায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় এবার বিভিন্ন এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় বন্ধ আছে ট্রেন চলাচল। কাচাপাকা রাস্তা, সেতু কালভার্টের ক্ষতি হয়েছে। বেশিরভাগ কৃষি জমির আউশ ও আমনের বীজতলাও পানিতে ডুবে গেছে। এদিকে যমুনার পানি কমলেও বাঙ্গালী এবং করতোয়া নদীর পানি বেড়ে বগুড়ার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। 
বন্যার পানি নেমে যাবার সাথে-সাথে সিরাজগঞ্জে জেগে উঠছে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, এবারের বন্যায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গ্রামীন কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। 
সদর উপজেলার সয়দাবাদের বন্যায় বিভিন্ন রাস্তা ভেঙ্গে এবং পিচপাথর উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। 
পাহাড়ি ঢল এবং পুরনো ব্রহ্মপুত্র নদের বাঁধ ভেঙে ময়মনসিংহের ৪ উপজেলার ১৯টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়ে। কৃষি বিভাগের তথ্য মতে, পানিতে ডুবে এই এলাকার ৫২০ হেক্টর জমির আউশ ধান এবং ২৫৬ হেক্টর জমির আমনের বীজতলার ক্ষতি হয়েছে। 
এদিকে বন্যায় গাইবান্ধা-ঢাকা রেলপথের ত্রিমোহীনি থেকে বাদিয়াখালী পযন্ত দেড় কিলোমিটার রেলপথ পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ১৬ জুলাই থেকে উত্তরাঞ্চলের সাথে গাইবান্ধা হয়ে রাজধানীর রেলযোগাযোগ বন্ধ রয়েছে। 
তবে ঈদের আগেই মেরামতের কাজ শেষ হবে বলে আশ্বাস সংশ্লিষ্টদের। 
বগুড়ায় যমুনার পানি কমলেও বাঙ্গালী এবং করতোয়া নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন    এলাকা।