খাগড়াছড়িতে ১১ ডেঙ্গু রোগী হাসপাতালে
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
পার্বত্যজেলা খাগড়াছড়িতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত দুদিনে নার্স ও শিশুসহ আরও ৯জন জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে গত চার দিনে মোট ১৫জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়। যাদের মধ্যে ১১জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। বাকি ৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
চিকিৎসাধীনদের মধ্যে খিং খিং নামের ৫ বছরের এক শিশু ছাড়া বাকি সবাই ঢাকা থেকে জ্বর নিয়ে খাগড়াছড়িতে ফিরলে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা বলেন, ডেঙ্গু আক্রান্তদের জন্য হাসপাতালে আলাদা পর্যবেক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। তবে এই নিয়ে আতংকিত হওয়ার কোন কারণ নেই বলে জানান তিনি।
আই/আরকে