ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মশাবাহিত নতুন ভয়ংকর রোগ ‘ইইই’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৪ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ডেঙ্গু যখন মহামারী আকার ধারণ করেছে ঠিক তখনই মশাবাহিত নতুন এক রোগ সম্পর্কে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ফ্লোরিডা রাজ্যে ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস (ইইই) নামে এক জাতের মশাবাহিত ভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছেন রাজ্যটির স্বাস্থ্য কর্মকর্তারা।

বৃহস্পতিবার ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বেশ কয়েকটি মুরগির ওপর পরীক্ষা চালিয়ে ইইই (EEE) ভাইরাসের ইতিবাচক উপস্থিতি পাওয়া গেছে, যা সংক্রামিত মশার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে মানুষের মস্তিষ্ক সংক্রমিত হয়ে ফুলে যেতে পারে।

ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টিতে পরীক্ষাধীন মুরগির মাংস পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর মার্কিন স্বাস্থ্য বিভাগ ‘মানুষের মধ্যে সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ার’ সতর্কতা দেয়। 

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলো (সিডিসি) জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর মানুষের মধ্যে ইইই ভাইরাস আক্রান্তের মাত্র সাতটি খবর পাওয়া গেলেও এখন তা বাড়ছে।

মুরগির স্বাস্থ্য পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়াতে এই রোগ মারাত্মক হতে পারে বলে সতর্ক করে সিডিসি জানায়, এই ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের প্রায় এক-তৃতীয়াংশই মারা যায়। আর যারা বেঁচে থাকেন তাদের অনেকেরই সারাজীবন স্নায়বিক সমস্যা নিয়ে বাঁচতে হয়। সূত্র: আরটি ডটকম

এনএস/এসি