ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নারায়ণগঞ্জে পুড়ল অর্ধশতাধিক বস্তিঘর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০ এএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

নারায়ণগঞ্জে জেলা পরিষদ কার্যালয়ের পাশে অবৈধভাবে গড়ে উঠা বস্তিতে আগুনে পুড়ে গেছে ৭০টি ঘর। এতে বেশির ভাগই ছিল গার্মেন্টসের ঝুটের গোডাউন।

শুক্রবার ভোর রাতে আগুন লাগার এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন। বলেন, শুক্রবার ভোর ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারী এলাকায় ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, এ বস্তিতে কয়েক মাস আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় অন্তত ৩০-৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া প্রতি বছর এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।