ডেঙ্গুতে তিন জেলায় তিনজনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৭ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
ডেঙ্গুজ্বর একটি এডিস মশাবাহিত রোগ। রাজধানীবাসীর জন্য ডেঙ্গু চরম আতঙ্কের হলেও ইতিমধ্যে ছড়িয়েছে দেশের সব জেলায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা, ফরিদপুর ও কিশোরগঞ্জে তিনজনের মৃত্যু হয়েছে।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার শারমিন নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
মাদারীপুরের শিবচরের বাসিন্দা ফারুক খান নামে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। পাঁচ দিন ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এছাড়া, কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গুতে মো. হামজা (১২) নামের এক শিশু মারা গেছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নরশীলপুর গ্রামে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে প্রচণ্ড জ্বর নিয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, গত ১ জানুয়ারি থেকে সারা দেশে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয় ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে ১৩ হাজার ৬৬১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকি পাঁচ হাজার ৩৩৮ জন বিভিন্ন হাসপাতালে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসাধীন ছিল। আর সরকারি হিসাবে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৪ জন।