ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিরাজগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গুরোগীর সংখ্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৫০ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

সিরাজগঞ্জে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। নতুন করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৭ জন এবং এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

অপরদিকে, জেলা স্বাস্থ্যবিভাগের অনুসন্ধানে মিলেছে অসংখ্য এডিস মশার লার্ভা। এতে সিরাজগঞ্জ শহরজুড়েও শুরু হয়েছে ডেঙ্গু আতংক। শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ নিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। পৌর এলাকার যত্রতত্র ময়লা-আবর্জনার স্তুপ, খানা-খন্দে জমে থাকা পানি অপসারণের দাবি জানিয়েছে পৌরবাসীরা। 

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৯ ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫০ জন। 

এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ২৫ জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ১৫, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ ও আভিসিনা হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে, গত দু’দিনে পৌর এলাকা ও শহরতলীর বেশ কয়েকটি স্থানে অনুসন্ধান চালিয়ে এডিস মশার লার্ভা ও পূর্ণাঙ্গ মশা পেয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের অ্যান্টোমোলজি টেকনিশিয়ানরা। 

আই/