ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাদারীপুরে গৃহবধূর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৮ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার | আপডেট: ১২:০৯ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার
মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাদিরা বেগম (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন। শনিবার (৩ আগস্ট) ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়ার পথে মারা যান তিনি।
নাদিয়া উপজেলার পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের আলমগীর মোড়লের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুজ্বর নিয়ে গৃহবধূ নাদিরা বেগমকে গত বৃহস্পতিবার (১ আগস্ট) কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শনিবার ভোরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এছাড়া গত সোমবার ( ২৯ জুলাই) ডেঙ্গুজ্বরে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামাড়া গ্রামের বারেক বেপারীর বড় ছেলে জুলহাস বেপারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে এ উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চারজন চিকিৎসাধীণ আছেন।
এ ব্যাপারে কালকিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, গৃহবধূ নাদিরা বেগম ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
আই/