ঈদে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি কতটা? (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার
ঈদে সারাদেশে ডেঙ্গু ছড়ানোর একটা ঝুঁকি রয়েছে। এ সময় যারা শহর ছেড়ে গ্রামে যাবেন তাদের বিশেষ সতকর্তা অবলম্বন করতে হবে।
কথাগুলো বলেছেন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের শিক্ষক এবং জাতীয় গাইড লাইন ডেঙ্গু চিকিৎসা প্রধান সম্পাদক অধ্যাপক ড. কাজী তারিকুল ইসলাম।
শনিবার সকালে একুশে টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠান ‘ডি ডক্টরস’এ তিনি এসব কথা জানান।
‘ডেঙ্গু জ্বর ও আমাদের করনীয়’ শিরোনামে এ অনুষ্ঠানটি উপস্থাপন করেন অধ্যাপক ড. ইকবাল হাসান মাহমুদ।
ডা. তারিকুল বলেন, ‘ঈদে অনেক মানুষ দেশের বাড়িতে যাবেন। এতে ডেঙ্গুতে বেশ আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। কোন ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিতে যদি ঐ গ্রামের কোন মশা কামড়ায় এবং ঐ মাশার মাধ্যমেই দেখা যাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।’
কেউ যদি জ্বরে আক্রান্ত থাকেন এবং একবার যদি গ্রামে গিয়ে ঈদ উদযাপন করতে না পারেন তাতে তেমন একটা ক্ষতি হবে না, তবে জীবনকে ঝুঁকিতে না ফেলার জন্য অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু রোগী তার রোগমুক্তির পরও প্রায় এক সপ্তাহ তার শারীরিক অবস্থা ভালো থাকে না। শরীরে দুর্বলতা, খাবারে রুচি থাকে না। মানসিক অস্বস্তি লাগে। এ ক্ষেত্রে ডেঙ্গু ভালো হয়ে গেলেও তার জন্য ভ্রমণ করাও বেশ কষ্টকর। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিন্তু উপসর্গ দেখা যায়নি, এমন অবস্থা আপনি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা হলেন এবং বাড়িতে যাওয়ার পর জ্বর হলে চিকিৎসকের অবশ্যই জানাবেন যে আপনি ঢাকায় থেকে এসেছেন।’
এমএস/