ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১

রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত ৪৮ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার | আপডেট: ০৭:৫০ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

রাজবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪৮ জন। আক্রান্তদের মধ্যে ১৪ জন রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি, বালিয়াকান্দি তিনজন ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে দুইজন রাজবাড়ীতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়। আক্রান্ত ব্যক্তির নাম রফিক মন্ডল(৩০)। 

তিনি রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদীজয়পুর গ্রামের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী।তিনি রাজবাড়ী সদর হাসপাতালের ডেঙ্গু কর্ণারে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন স্বর্ণালী আক্তার। তার বাড়ি গোয়লন্দ উপজেলার ছোটভাগলা ইউনিয়নে। তবে রাজবাড়ী সদর হাসপাতালে ডেঙ্গু নির্ণয়ে একটি মাত্র পরীক্ষা করা যাচ্ছে। সেটিও চাহিদার তুলনায় অপ্রতুল। 

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে ৯ জন পুরুষ আর তিনজন নারী।  রাজবাড়ী সদর হাসপাতালের জুনিয়র কনসাল্টেন্ট ডা.শামীম আহসান বলেন,আমাদের সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
কেআই/