ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১

সাতক্ষীরায় ডেঙ্গুর বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

‘ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ, একদিন এক ঘন্টা, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছনতা সম্পর্কিত সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের আয়োজনে শহরে পৃথক দুইটি র‌্যালি বের করা হয়। এ ছাড়াও লিফলেট বিতরণ, পরিষ্কার-পচ্ছিন্ন অভিযান ও মশক নিধনের ঔষুধ ছিটানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 
জেলা শহরের বাস টার্মিনাল, খুলনা রোড় মোড়, টাউন গার্লস হাই স্কুল, সরকারি বালক বিদ্যালয়, কালেক্টরেট স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, পুলিশ লাইন স্কুলসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফগারমেশিন দিয়ে মশক নিধন করা হয়। 
এমএস/কেআই