ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১

১২ জেলায় সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮ এএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার

বন্যায় বারো জেলায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজার ৭১৪ কিলোমিটার। এর মধ্যে গ্রামীণ কাঁচা সড়কের ক্ষতি ২ হাজার কিলোমিটারেরও বেশি। পানির চাপে কোথাও ভেঙ্গে গেছে সড়ক; আবার পানি জমে থাকায় পাকা সড়কে গর্ত সৃষ্টি হয়েছে পিচ ওঠে গিয়ে। পানি সম্পূর্ণ সরে গেলে ধাপে ধাপে সড়ক মেরামত করা হবে বলে  জানিয়েছে কর্তৃপক্ষ। 
বন্যার পানিতে এখনও তলিয়ে আছে অনেক গ্রামীণ সড়ক। আর পানি সরে যাওয়া সড়কে স্পষ্ট হয়েছে ক্ষয়ক্ষতির চিত্র।
এবারের বন্যায় বারো জেলায় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাঁচা-পাকা মিলিয়ে ৪ হাজার ৭১৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ১ হাজার ৩৩৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। লালমণিরহাটে সাড়ে ১১ কিলোমিটার, বগুড়ায় ২১৪, গাইবান্ধায় ৭০৩, সিরাজগঞ্জে ৪০, জামালপুরে ৭০০, শেরপুরে ৩৭৬, ময়মনসিংহে ১৪৯, টাঙ্গাইলে ১৯৩, নেত্রকোণায় ৫৫, সিলেটে ২৬৯ ও সুনামগঞ্জে ৮৮০ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায়  দুর্ভোগ বেড়েছে মানুষের। দ্রুততার সাথে সেগুলো মেরামতের দাবি তাদের।
পানি নেমে যাওয়ার পর সড়ক সংস্কার কাজ শুরু করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।
জনদুর্ভোগ বিবেচনায় সড়কগুলো শিগগিরই টেকসই মেরামতের দাবি সংশ্লিষ্টদের।