জার্মান সুপার কাপ: বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন ডর্টমুন্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার | আপডেট: ০২:২১ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার
চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখকে হারিয়ে জার্মান সুপার কাপের চ্যাম্পিয়ন হলো বুরুশিয়া ডর্টমুন্ড। শনিবার বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে তারা।
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপ জয়ীর মধ্যে মৌসুমের শুরু এক ম্যাচের এই প্রতিযোগিতাটি হয়। বরুশিয়ার মাঠ সিগনাল ইদুনা পার্কে শিরোপার লড়াইয়ে আক্রমণাত্মক খেলা জমে।
প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড পায় ডর্টমুন্ড। দলের হয়ে প্রথম গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসের।
আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ইংলিশ মিডফিল্ডার জেডন স্যানচো। এই নিয়ে প্রতিযোগিতাটিতে দ্বিতীয় সর্বোচ্চ ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো বরুশিয়া ডর্টমুন্ড।