ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

গোপালগঞ্জ সদরে হয়ে গেল ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২০ নভেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১২:৩১ পিএম, ২০ নভেম্বর ২০১৬ রবিবার

গোপালগঞ্জ সদরের ঘোষেরচর মাঠে হয়ে গেল ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। উৎসবমুখর পরিবেশে টান টান উত্তেজনায় গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার হাজারো দর্শক উপভোগ করেন এই লড়াই। লড়াইয়ে অংশ নেয় ৩০টি ষাঁড়। কোন জনসভা নয়, ষাড়ের লড়াই দেখতেই ঘোষেরচর মাঠে মানুষের ভিড়। লড়াইয়ে গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইলসহ বিভিন্ন জেলার ৩০টি ষাঁড় অংশ নেয়। লড়াইও হয় হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত গোপালগঞ্জের মাসুদ শেখের ষাঁড় প্রথম, আব্দুল রাজ্জাক ফকিরের ষাঁড় দ্বিতীয় ও বাগেরহাটের কামরুল ও ইকবাল শেখের ষাঁড় যৌথভাবে তৃতীয় হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। গেল কয়েক বছর ধরে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি এই লড়াইয়ের আয়োজন করে আসছে সদরের লতিফপুর ইউনিয়ন। প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন সেখানকার বাসিন্দারা। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান আয়োজকদের।