পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন সফলভাবে বাস্তবায়নে সহযোগিতায় ৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা
প্রকাশিত : ১১:১১ এএম, ৬ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ১১:৪৫ এএম, ৬ মার্চ ২০১৬ রবিবার
পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন সফলভাবে বাস্তবায়নে বিশেষ সহযোগিতা দেয়ায় ৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে আজ।
সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মাননা স্মারক তুলে দেবেন। এরপর পাটপণ্যের মেলারও উদ্বোধন করবেন তিনি। পাটজাত মোড়কের ব্যবহার উৎসাহিত করতে প্রথমবারের মতো এ সম্মাননা স্মারক দেয়া হচ্ছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় ১১ ক্যাটাগরিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননার জন্য মনোনীত করেছে। দেশে বহুমুখী পাটপণ্যকে জনপ্রিয় করতে প্রচারের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনের এ মেলায় ১৩৫ ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।