ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

১ লাখ ৬১ হাজার ৪৭২ শিক্ষার্থী অংশ নিয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায়

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২০ নভেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৫:৩৬ পিএম, ২০ নভেম্বর ২০১৬ রবিবার

চট্টগ্রামে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৭২ শিক্ষার্থী। এর মধ্যে ৭৪ হাজার ৭৬০ জন ছাত্র ও ৮৬ হাজার ৭১২ জন ছাত্রী। সকালে জেলা প্রশাসক সামশুল আরেফিন নগরীর ড. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। প্রথম দিনে ইংরেজি পরীক্ষা হয়। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে শিক্ষা সমাপনী পরীক্ষা। গেলো বছর চট্টগ্রামে ১ লাখ ৫৬ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো এ পরীক্ষায়।