ইংলিশদের লজ্জা দিয়ে অস্ট্রেলিয়ার লিড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অ্যাশেজের প্রথম ম্যাচটি জিতে নিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরি ও শেষ ইনিংসে বোলারদের দাপটে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে লিড পেল টিম পেইনের দল।
৩৯৮ রানের টার্গেটে পঞ্চম ও শেষ দিনে নিজেদের চতুর্থ ইনিংসে ৯৭ রানেই ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। পরে লায়ন-কামিন্সদের দাপটে কাঙ্ক্ষিত জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি অজিদের।
চতুর্থ দিন কোনও উইকেট না হারানো ইংল্যান্ড দলীয় ১৩ রানে মাঠ ছাড়ে। তবে এজবাস্টনে সোমবার (৫ আগস্ট) নিজেদের দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং করতে নামলে শুরু থেকেই বিপদে পড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। প্যাট কামিন্সের গতি ও নাথান লায়নের ঘূর্ণিতে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন তারা।
সর্বোচ্চ ৩৭ রান করতে সক্ষম হন টেলএন্ডার ব্যাটসম্যান ক্রিস ওকস। এছাড়া ২৮ রান করে আসে জেসন রয় ও জো রুটের ব্যাট থেকে। বলার মতো কোন স্কোর করতে পারেননি বাকিদের কেউই। ফলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
ক্যারিয়ারের ১৫তম বার পাঁচ উইকেট লাভ করা স্পিনার ন্যাথান লায়ন শেষ পর্যন্ত দখল করেন ৬ উইকেট। ফলে দুই ইনিংস মিলে ৯টি উইকেট পান এই ডানহাতি অফস্পিনার। এছাড়া পেসার কামিন্স তুলে নেন বাকি চারটি উইকেট।
এর আগে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ২৮৪ রান করে। জবাবে ইংল্যান্ড ৩৭৪ করে লিড নিলেও, দ্বিতীয় ইনিংসে অজিরা ৭ উইকেট হারিয়ে ৪৮৭ রানের বড় স্কোর গড়লে বিশাল টার্গেট পায় ক্যাঙ্গারুরা। এক বছরের বেশি সময় পর নিষেধাজ্ঞা থেকে ফিরে দুই ইনিংসে যথাক্রমে ১৪৪ ও ১৪২ রান করেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। হয়েছেন ম্যাচ সেরাও।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া-২৮৪ ও ৪৮৭/৭ডিক্লে.
ইংল্যান্ড-৩৭৪ ও ১৪৬ (৫২.৩ ওভার, টার্গেট ৩৯৮)
এনএস/আরকে