ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২ সপ্তাহের ছুটি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩ এএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৬ আগস্ট) থেকে দুই সপ্তাহের ছুটি শুরু হয়েছে।

৬ আগস্ট থেকে আগামী ১৯ আগস্ট (সোমবার) পর্যন্ত চলবে এ ছুটি। ২০ আগস্ট (মঙ্গলবার) খোলবে বিশ্ববিদ্যালয়। তবে ১৬ আগস্ট থেকে প্রশাসনিক সকল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সুত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

১৬ আগস্ট থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। আর একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে।

এ দিকে  মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। হলগুলো আগামী ১৭ আগস্ট খোলা হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন জানান, মঙ্গলবার থেকে হল বন্ধ থাকবে। আগামী ১৭ আগস্ট যথারীতি হলগুলো খোলা থাকবে।

এমএইচ/