ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫,   পৌষ ২১ ১৪৩১

দুরন্ত যৌবনে উন্মাদনা

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ১২:০২ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

আনন্দ কী ম্লান হলো মেরুকরণে ?

মেরু রেখা !

একপাশে উষ্ণতা, অন্যপাশে শীতলতা

মাঝখানে দাঁড়িয়ে থাকে যৌবনকাল।

আমরা লজ্জিত যৌবনের জোয়ারে

নীতিহীন পাপের পঙ্কিলতায় ডুবি

অসুন্দরে আমরা নিজেদের চিনি-জানি

আমি জানি তোমার দুরন্ত যৌবন

তীর-ধনুক দিয়ে শান্ত করা যাবে না।

তুমি অস্থির, বেগবান ঘোড়া

ছুটে চলো বেসামাল কল্লোলে

আমি অদক্ষ সাওয়ারী পড়ে যাই খাদে

খাদে পড়া ও ছুটে চলা একই সঙ্গে

সুন্দর ও স্পর্শকাতর মর্মবেদনা।

যৌবন !

তুমি স্বল্পকাল শান্তির ইস্পিত লক্ষ্য

তুমি অকপট সত্য

পৌঢ়ত্বে দয়া-দক্ষিণ্যের বিজয়গৌরবে।

প্রত্যাশা করি ফিরে আসুক উন্মাদনা

এই দুরন্ত যৌবনে আমরা হবো সত্যের প্রেমিক-প্রেমিকা।