ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কোথায় আছেন ওমর-মেহবুবা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:৫১ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

গৃহবন্দি করে রাখার পর গ্রেফতার করা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে। সোমবার রাতে তাদের দুজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গ্রেফতার করার পর তাদের সরকারি অতিথিশালায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এ নিয়ে কেন্দ্রীয় সরকার বা উপত্যকার প্রশাসন কোনও বিবৃতি দেয়নি।

ওমর ও মেহবুবা ছাড়াও গ্রেফতার হয়েছেন কাশ্মীর পিপিলস কন্ফারেন্স নেতা সাজ্জাদ লোন ও ইমরান আনসারি।

এর আগে তীব্র বিরোধিতা সত্ত্বেও সোমবার সকালে জম্মু-কাশ্মীর রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা সংক্রান্ত ধারা ৩৭০ বাতিল করে ভারতের বিজেপি সরকার। এ নিয়ে আগেই সতর্ক করেছিলেন মেহবুবা মুফতি।

কিন্তু গত সপ্তাহে আচমকা অমরনাথ যাত্রা বন্ধ করে দিয়ে সমস্ত তীর্থযাত্রী এবং পর্যটকদের কাশ্মীর ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি নিরাপত্তাও ব্যাপক জোরদার করা হয় গোটা উপত্যকায়। দফায় দফায় আধা সামরিক বাহিনী পাঠানো হয় সেখানে। বন্ধ করে দেয়া হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইন্টারনেট সেবা। জারি করা হয় ১৪৪ ধারা।

গতকাল সোমবার জম্মু-কাশ্মীর সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এর বিরোধিতায় রাজ্যসভায় শুরু হয় তুমুল হট্টগোল। এর মধ্যে খুব অল্প সময়েই বিল পাস হয়ে যায়। ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে সই করেন রাষ্ট্রপতি।