ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

চট্টগ্রামে পানির সংকট কাটাতে শুরু হচ্ছে ওয়াসার নতুন প্রকল্প

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ১১:৫৩ এএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার

চট্টগ্রামে পানির সংকট কাটাতে শুরু হচ্ছে ওয়াসার নতুন প্রকল্প। রোবববার ওয়াসা ও চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান জিও ইঞ্জিনিয়ারিং করপোরেশন- সিজিসির মধ্যে ‘কর্ণফুলী পানি সরবরাহ ফেজ-২ প্রকল্পের চুক্তি সই হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরবাসীকে নতুন করে আরো ১৪ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। বন্দরনগরী চট্টগ্রামে দৈনিক পানির চাহিদা ৫০ কোটি লিটার। ওয়াসার সরবরাহ ১৮ কোটি লিটার।  সংকট দূর করতে জাইকার সহায়তায় শুরু হচ্ছে ওয়াসার নতুন প্রকল্প। এরই মধ্যে চট্টগ্রামের একটি হোটেলে ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিসির সঙ্গে চুক্তি সই করেছে ওয়াসা। ৪ হাজার ৪৯১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় পানির সুষ্ঠু বণ্টনের জন্য ৬০০ কিলোমিটার সঞ্চালন ও  বিতরণ লাইন উন্নয়নের কাজ করবে ওয়াসা। নতুন এ প্রকল্পটি চালু হলে নগরীর ৭০ শতাংশ  মানুষ প্রতিদিন সুপেয় পানি পাবে। ২০২০ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।