‘চীন ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও ভারতের অংশ’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১০ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৭:১২ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার। এপর বিশ্বব্যাপি চলছে আলোচনা সমালোচনা। এর মধ্যে আজ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও চীন অধিকৃত আকসাই চীন নিজেদের দাবি করছেন।
মঙ্গলবার লোকসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ বিল পেশ করেন অমিত শাহ। বিল পেশের সময়ই তীব্র আক্রমণ করেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'নিয়ম ভেঙে রাজ্যকে দু'ভাগ করছেন, কাশ্মীরকে আপনারা কারাগার বানিয়ে রেখেছেন।
জবাবে অমিত শাহ বলেন, 'লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি বহু দিনের ছিল। সরকারের এই সিদ্ধান্তে জম্মু-কাশ্মীরকে চিরতরে ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল।'
এরপরই অধীর চৌধুরী বলেন, 'আমার মনে হয় না আপনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ভাবছেন। রাতারাতি একটি রাজ্যেক ভেঙে কেন্দ্রশাসিত অ়ঞ্চল গড়ে আপনারা সব আইন ভাঙলেন। কেন এই পরিস্থিতি, তার ব্যাখ্যা দিন। সিমলা ও লাহোর চুক্তি দ্বিপাক্ষিক চুক্তি। জম্মু-কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় নয়। নিয়ম না-মেনে জম্মু-কাশ্মীর ভাগ করা হল।'
জবাবে অমিত শাহ বলেন, 'কোন নিয়ম ভাঙা হয়েছে? পাকিস্তানি অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ।পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য প্রাণ দিয়ে দেব। আমি যখন বলেছি জম্মু ও কাশ্মীর, তার মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরও তার মধ্যে রয়েছে। একইভাবে রয়েছে আকসাই চীনও। বিলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে অন্তর্ভূক্ত করা হয়েছে। আকসাই চীনও ভারতের অংশ।'
টিআর/