ভারতের বোলিং কোচ হতে চান যোশি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫১ এএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার | আপডেট: ১১:৫২ এএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
ভারতের স্পিন বোলিং কোচ হতে চান বাংলাদেশেরে কোচিং স্টাফ দলের সাবেক সদস্য সুনীল যোশি।
বিশ্বকাপ শেষেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তার। যুক্তরাষ্ট্র দলে যোগ দিয়েছিলেন স্পিন বোলিং কোচ হিসেবে।
তবে, মার্কিন মুল্লুকে লম্বা সময় ধরে থিতু হওয়ার ইচ্ছা তার নেই। তাই তিনি ভারতের স্পিন বোলিং কোচ হতে চান।
এদিকে ভারতেও অবশ্য লম্বা সময় ধরে কোনো বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ নেই। সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি দায়িত্বটা পালন করতেন তখনকার প্রধান কোচ অনিল কুম্বলেই।
যোশি তার আবেদনের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি বোলিং কোচের পদের জন্য আবেদন করেছি। বাংলাদেশের হয়ে আমি সফলভাবে আড়াই বছর কাটিয়েছি। এখন আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
ভারতে লম্বা সময় ধরে কোনো স্পিন বিশেষজ্ঞ নেই। আশা করি আমি এই জায়গায় নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।’
তিনি বলেন, ‘দেখেন প্রতিটি আন্তর্জাতিক দলেই কোচিং স্টাফ দলে বোলিং বিশেষজ্ঞ থাকে। সেটা হতে পারে পেস বোলিং কোচ, কিংবা স্পিন বোলিং কোচ। আমি মনে করি ভারতীয় দলেরও এখন সেই পথে হাঁটা উচিত। সেই মানুষটি হতে পারি আমি বা অন্য কেউ।’
উল্লেখ্য, ভারতীয় দলের হয়ে ১৯৯৬ -২০০১ পর্যন্ত খেলেছেন যোশি। ১৫টি টেস্ট থেকে ৪১টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। ৬৯টি ওয়ানডে থেকে সমান সংখ্যক উইকেট তার ঝুলিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ১৬০টি ম্যাচ খেলে নিয়েছেন ৬১৫টি উইকেট।
এমএইচ/